ইসলাম পুর উপজেলা হতে ৫ কিলোমিটার দুরুত্বে সোজা উত্তর দিকে ব্রহ্মপুত্র নদ । যার ভাংগনের ৮ কোটি বরাদ্দ কৃত এক বছরের প্রকল্প এর কাজ চলছে। বাশের বাধ এর কাজ এক পর্যায়ে দর্শনীয় হয়েছে। যেখানে প্রতি বছরে দুই ঈদে বহু দুর দুরান্তে থেকে লোক এসে ভির জমায়। নদীর ওপারে বিলীন হয়ে যাওয়া সহস্রাধীকএকর জমি নদীর গর্ভে যাওয়াই ওই পাড়ে প্রতি শীতের সিজনে বনভোজন, বিভিন্ন গান বাজনা আড্ডায় পরিনত হয়েছে। এবং কি আষাঢ় – শ্রাবণ মাসে বর্ষার মৌসমে বৃষ্টির পানি, বন্যার পানি দিয়ে নদীটি টুইটুম্বর হয়ে উঠে। ভেসে আসা বিভিন্ন জায়গা থেকে ঘরবাড়ি,গাছ পালা, গরু,ছাগল,মুরগি। রাতের বেলা নদীর শনশন ডাক। এই নদীর পাড়ে এমনও কিছু সংখ্যক লোকজন দু-চালা ঘর করে আছে। যারা দু-বেলা, দু-মুঠো ভাত খাওয়ার জন্য হাড়িতে আগুন দিতে পারেনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস